বিভাজনের রাজনীতি চাই না, শান্তি চাই : মাসুদ সাঈদী

আমাদের দেশে এখনো দুর্নীতি হয়, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে সাংবাদিকের জীবন চলে যায়। এগুলো আমাদের ভাবতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না।

আল আমিন হোসাইন, নাজিরপুর (পিরোজপুর)

Location :

Nazirpur
বক্তব্য দিচ্ছেন মাসুদ সাঈদী
বক্তব্য দিচ্ছেন মাসুদ সাঈদী |নয়া দিগন্ত

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা বিভাজনের রাজনীতি চাই না। আমরা বাংলাদেশের শান্তি চাই, আমরা ঐক্য চাই। আমরা বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উচু করে দাঁড়াতে চাই।’

শুক্রবার (৮ আগস্ট) পিরোজপুরের নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজার, বাবুরহাট বাজার, শ্রীরামকাঠী ইউনিয়নের কালিবাড়ি বাজার ও চৌঠাইমহল বাসস্ট্যান্ডে গণসংযোগ কালে তিনি এ সব কথা বলেন।

মাসুদ সাঈদী, ‘আমরা চাই বাংলাদেশের জনগণ পৃথিবীর যে প্রান্তে যাক না কেন তাকে সম্মান করুক, শ্রদ্ধা করুক। আমরা বাংলাদেশী, এ কথা বলে পৃথিবীর বুকে সম্মান পাব। কিন্তু আমাদের মধ্যে যদি বিভাজন থাকে, রাজাকারের ব্যবসা করতে গিয়ে আওয়ামী লীগ এখন আম-ছালা হারিয়ে ভারতে অবস্থান নিয়েছে। রাজাকারের ব্যবসা যারা করবেন তাদের পরিণতি কী হবে আল্লাহ ভালো জানেন।’

তিনি বলেন, ‘আসেন আমরা এই অনৈক্যের রাজনীতি না করে ঐকের রাজনীতি করি। আমরা অশান্তির রাজনীতি না করে শান্তির রাজনীতি করি। আমরা দুর্নীতির রাজনীতি না করে উন্নতির রাজনীতি করি। বাংলাদেশের মানুষ এই ভোটের নামে গণতন্ত্রের নামে আর কত রক্ত দেবে, আর কত জীবন দিবে। আর কত জেল জুলুম সহ্য করতে হবে।’

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫৩ বছরের পরও কেন আমার এই সমস্ত কথা বলতে হবে। কেনো আমাদের উন্নয়ন হয় না কেন, আমাদের দেশে এখনো দুর্নীতি হয়, চাঁদাবাজির বিরুদ্ধে কথা বললে সাংবাদিকের জীবন চলে যায়। এগুলো আমাদের ভাবতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন হলেই দেশের শান্তি প্রতিষ্ঠা হবে না। ক্ষমতার পরিবর্তনের সাথে সাথে নীতি নৈতিকতার পরিবর্তন লাগবে। আপনি যতক্ষণ আপনার নীতির পরিবর্তন না করবেন। ক্ষমতার চেয়ারে যত মানুষকে পরিবর্তন করে বসান না কেন, দেশের ভাগ্যের উন্নয়ন হবে না।

এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাজিরপুর উপজেলা আমীর মাওলানা আব্দুর রাজ্জাক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক, নাজিরপুর উপজেলা বায়তুল মাল সম্পাদক মাওলানা আবু দাউদ, শেখ মাটিয়া ইউনিয়ন সভাপতি হাফেজ আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা কাজী জাকির হোসাইন, উপজেলা শিবির সেক্রেটারি সাকিব হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।