জামালপুরে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

নিহত সাইফুল ইসলাম গুজামানিকা এলাকার বাসিন্দা। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন।

সাদিকুর রহমান রোমান, মেলান্দহ (জামালপুর)

Location :

Melandaha

জামালপুরের মেলান্দহ উপজেলায় সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশা চালক মজনু মিয়া।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের গুজামানিকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম গুজামানিকা এলাকার বাসিন্দা। তিনি রাজমিস্ত্রীর কাজ করতেন। আহত মজনু মিয়া ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে সাইফুল ইসলাম তার রাজমিস্ত্রীর কাজের সরঞ্জাম অটোরিকশা যোগে নিজ বাড়ি থেকে নিয়ে যাচ্ছিলেন। বাড়ি থেকে একটু সামনে এগিয়ে গেলে অটোরিকশা রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। পরিবারের অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।