যশোরে আলোচিত মহিলা লীগ নেত্রী নাসিমা সুলতানা মহুয়াকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে শহরের পালবাড়ি গাজিরঘাট রোডে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অফিসার ইনচার্জ মনজুরুল হক ভূঁইয়া।
আটক মহুয়া ওই এলাকার মরহুম সোহরাব আলী খানের মেয়ে।
সোমবার সন্ধ্যার পর আদালতে সোপর্দ করা হলে বিচারক মহুয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, নাসিমা সুলতানা মহুয়া যশোর জেলা পরিষদ সদস্য প্রার্থী ছিলেন। এছাড়াও তিনি জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী সংসদীয় আসনে প্রার্থী হতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।



