কুমিল্লায় জামায়াত প্রার্থী ড. শফিকুল আলম হেলালের মনোনয়ন দাখিল

এ সময় তিনি কুমিল্লা-৮ আসনের সর্বস্তরের জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেয়ার আহ্বান জানান।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
জামায়াত প্রার্থী ড. শফিকুল আলম হেলালের মনোনয়ন পত্র দাখিল
জামায়াত প্রার্থী ড. শফিকুল আলম হেলালের মনোনয়ন পত্র দাখিল |নয়া দিগন্ত

কুমিল্লা-৮ (বরুড়া) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ড. মু: শফিকুল আলম হেলাল মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক রেজা হাসানের কাছে এ মনোনয়নপত্র দাখিল করেন তিনি।

এ সময় তিনি কুমিল্লা-৮ আসনের সর্বস্তরের জনগণকে সত্য ও ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে ইনসাফভিত্তিক রাজনীতির পক্ষে রায় দেয়ার আহ্বান জানান।

এ সময় জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান, কুমিল্লা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল, বরুড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা শাহাদাত হোসাইন ও বরুড়া পৌর জামায়াতের আমির শাহজালালসহ জামায়াতের জেলা ও বরুড়া উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।