দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ভ্যানচালক নিহত

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকচাপায় অটোভ্যানচালক সুজন (২৬) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে, পুলিশ লাশ উদ্ধার করেছে।

দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা

Location :

Durgapur
দুর্গাপুর থানা
দুর্গাপুর থানা |ফাইল ছবি

রাজশাহীর দুর্গাপুরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যানচালক সুজন (২৬) নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টা দিকে উপজেলার দুর্গাপুর-শিবপুর সড়কের সিংগা বিলের ব্রিজ-সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সুজন রাজশাহীর চারঘাট উপজেলার সারদা বাজার এলাকার নাজির উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবপুরের উদ্দেশে যাওয়ার সময় পেছন দিক থেকে আসা একটি ট্রাক সুজনের ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালক সুজন ছিটকে পড়ে ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুল ইসলাম বলেন, অটোভ্যানচালকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হবে বলেও জানান ওসি।