চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবিতে মাতামুহুরি সেতুতে ‘ব্লকেড কর্মসূচি’ পালন করেছেন স্থানীয়রা। এতে সেতুর দু’পাশে দীর্ঘ যানযটের সৃষ্টি হয়।
রোববার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে সেতুর দু’পাশে কয়েক শ’ দূরপাল্লার গাড়ি আটকা পড়ে যায়।
জানা যায়, ঘোষণা অনুযায়ী মাতামুহুরী ব্রিজের উপর শান্তিপূর্ণভাবে ব্লকেড কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এ সময় সড়ককে ছয় লেনে উন্নীত করার দাবির সাথে একমত পোষণ করে কর্মসূচিতে অংশ নেন চকরিয়া ও পেকুয়া উপজেলাসহ পার্শ্ববর্তী উপজেলার সর্বস্তরের জনসাধারণ, রাজনৈতিক দলের নেতাকর্মী ও শিক্ষার্থীরা।
আন্দোলনকারীরা জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কটি মাত্র দুই লেনের হওয়ায় প্রতিদিন কোনো না কোনো স্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হচ্ছে। এতে অকালেই ঝরে যাচ্ছে প্রাণ। তাই দুই লেনের মহাসড়কটি ছয় লেনে রূপান্তর করার বিকল্প নেই।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, ‘আপনাদের আন্দোলন যুক্তিসঙ্গত। ইতোমধ্যে সরকার তা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পদক্ষেপ নিচ্ছেন।’
সাধারণ জনগণ ও যাত্রীদের যাতে ভোগান্তির সৃষ্টি না হয় সেজন্য ব্লকেড কর্মসূচি তুলের নেয়ার জন্য আন্দোলনকারীদের আহ্বান জানান তিনি।
এ সময় চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার ও হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) শৃঙ্খলা রক্ষা ও যাত্রীদের চলাচলে সহায়তা করেন।



