নোয়াখালীতে ৩ দিনব্যাপী বিজয় মেলা উৎসব শুরু

দেশী পণ্য, শীতকালীন পিঠাসহ মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে ৩ দিনব্যাপী বিজয় মেলা উৎসব
নোয়াখালীতে ৩ দিনব্যাপী বিজয় মেলা উৎসব |নয়া দিগন্ত গ্রাফিক্স

নোয়াখালীতে তিন দিনব্যাপী বিজয় মেলা উৎসব শুরু হয়েছে। আজ সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা শিল্পকলা অ্যাকাডেমি মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

নোয়াখালী জেলা প্রশাসক (ডিসি) মো: শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন ।

দেশী পণ্য, শীতকালীন পিঠাসহ মেলায় প্রায় শতাধিক স্টল স্থান পেয়েছে।

এদিকে মেলার সময় বৃদ্ধি করার জন্য দাবি জানান বিভিন্ন নারী উদ্যোক্তা ও আগতরা। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ অতিথিরা মেলা ঘুরে দেখেন। আগামী ১৭ ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা।