কক্সবাজারে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
কক্সবাজার জেলা ম্যাপ
কক্সবাজার জেলা ম্যাপ |নয়া দিগন্ত

কক্সবাজারের চকরিয়ায় আবদুর রহিম (৬০) নামে এক গরু ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৭ জুলাই) রাত ৯টার দিকে ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালী এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

নিহতের কন্যা শামীমা আক্তার রিনা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি ও আমার মা ঘটনার দিন মহেশখালী উপজেলার মাতারবাড়িতে অসুস্থ ছোট ভাইকে দেখতে গিয়েছিলাম। এ সময় আমার আবিদুর রহমান তুহিন ও বাবা বাড়িতে ছিল। সকালে আমার ছেলে তুহিন স্থানীয় নুরানী মাদরাসায় যায়। বাবা বাড়িতে একা ছিল। পরে আমার ছেলে মাদরাসা থেকে ফিরে নানাকে খুঁজতে গিয়ে বাসার এক বেঞ্চে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে চিৎকার দিলে পাশের লোকজনএসে তার লাশ দেখতে পায়। তারা মনে করেন, বাড়িতে একা পেয়ে দুর্বৃত্তরা বাসায় ঢুকে বাবাকে কুপিয়ে হত্যা করে। এ সময় গরু কেনার জন্য আলমারিতে রাখা নগদ দু’লাখ টাকা নিয়ে যায়।

স্থানীয়রা জানায়, রোববার বিকেলের দিকে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছাইরাখালীর আবদুল্লাহর দোকানের পাশের এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি ইউনিয়নের মাঝেরডেইল এলাকার মরহুম লাল মিয়ার ছেলে।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম ও চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) অভিজিৎ দাশ বলেন, ‘ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা নেয়া হয়েছে। লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

নিহতের স্ত্রী ছেনুয়ারা বেগম জানান, স্থানীয় প্রতিবেশী আব্বাসের স্ত্রী লিনুর সাথে ময়লা ফেলা নিয়ে বিরোধ চলছিল। আমি মনে করি, পূর্বশত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। তাই প্রশাসনের প্রতি খুনিদের দ্রুততম সময়ে বিচার ও শাস্তি দাবি করেন।