গুইমারায় ১৪৪ ধারা অমান্য, সেনা-সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে তারা। পরে দোকানপাটেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে উত্তেজিত বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ১১ জন সেনাসদস্য, সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হয়।

Location :

Khagrachari
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে
টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে |নয়া দিগন্ত

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ধর্ষণবিরোধী আন্দোলনের জেরে জারি হওয়া ১৪৪ ধারা অমান্য করে রোববার সকাল থেকে অবরোধকারীরা বিক্ষোভে নামে। এ সময় সংঘর্ষে সেনাসদস্য, সাংবাদিকসহ অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি বর্তমানে থমথমে।

রোববার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে অবরোধকারীরা উপজেলার খাদ্য গুদামের সামনে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে।

এ সময় দোকানপাটেও অগ্নিসংযোগ করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে উত্তেজিত বিক্ষোভকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে ১১ জন সেনাসদস্য, সাংবাদিকসহ অর্ধশত মানুষ আহত হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী কয়েকজন জানায়, সেনাবাহিনীর ওপর প্রথমে অতর্কিত হামলা হয়। এতে বেশ কয়েকজন সেনাসদস্য ও স্থানীয় অনেকে আহত হয়। পরবর্তী সময়ে স্থানীয়রা অবরোধকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে দু’পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়।

সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো: মাজহার হোসেন রাব্বানী বলেন, ১৪৪ ধারা ভঙ্গ করে অবরোধকারীরা সড়কে বিক্ষোভ ও দোকানপাটে অগ্নিসংযোগ করে। আমরা পরিস্থিতি শান্ত করতে গেলে তারা সম্পূর্ণ বিনা উসকানিতে আমাদের লক্ষ্য করে হামলা চালায়। এতে আমিসহ আমাদের ১১ জন সেনাসদস্য আহত হয়েছেন।

তিনি আরো জানান, অবরোধকারীরা প্রথমে সংখ্যায় ২০-২৫ জন ছিল। সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারা পূর্ব পরিকল্পনা অনুযায়ী কয়েক শ’ লোক আমাদের ওপর সশস্ত্র হামলা করে।

সংঘর্ষে হামলার শিকার হন দায়িত্ব পালনরত সাংবাদিকরাও। বিজয় টিভির জেলা প্রতিনিধি এম সাইফুর রহমান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আক্তার বলেন, ‘পরিস্থিতি এখনো থমথমে। আমরা ঘটনাস্থলে আছি। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোচ্চ চেষ্টা করছে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় জড়িত সন্দেহে শায়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর বাবা সদর থানায় মামলা করেছেন।

ধর্ষণের অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে ‘জুম্ম ছাত্র-জনতার’ ডাকা আন্দোলনের কারণে গতকাল শনিবার সকাল থেকে খাগড়াছড়ি জেলায় সড়ক অবরোধ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে গতকাল দুপুরে গুইমারা ও খাগড়াছড়ি সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে প্রশাসন। তবে আন্দোলনের কারণে দুই দিন ধরে জেলাজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত সেনা ও পুলিশ মোতায়েন রয়েছে।