সিদ্ধিরগঞ্জে হত্যাসহ ৮ মামলার আসামি নূর সালাম গ্রেফতার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো: ছায়েদুল হত্যা মামলার আসামি তিনি।

কামাল উদ্দিন সুমন, নারায়ণগঞ্জ

Location :

Narayanganj
হত্যা মামলার আসামি নূর সালাম
হত্যা মামলার আসামি নূর সালাম |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জে আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাই ও শামীম ওসমানের অন্যতম ক্যাডার কাউন্সিলর শাহজালাল বাদলের বাবা নূর সালাম ওরফ বোবা ডাকাতকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ আটটি মামলা রয়েছে। আওয়ামী লীগ আমলে জাল দলিল তৈরি করে অসংখ্য মানুষের জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর নুরবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যাসহ মোট আটটি মামলা রয়েছে। মঙ্গলবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ আব্দুল বারিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে থানা এলাকার নুরবাগ এলাকা থেকে পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ২০২৪ সালের ২১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিতে নিহত কিশোর মো: ছায়েদুল হত্যার ঘটনায় তার বোন রেহেনা বেগমের করা মামলার এজহারভূক্ত আসামি তিনি।