দিরাইয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

শুক্রবার সন্ধ্যায় পৌর শহরের চন্ডিপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান হোসাইন, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
উদ্ধারকৃত অস্ত্র
উদ্ধারকৃত অস্ত্র |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সেক্রেটারি উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় পৌর শহরের চন্ডিপুর গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

উজ্জল দিরাই পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ মিয়ার ছেলে।

শনিবার সকালে সেনাবাহিনীর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জের দিরাই উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে একজন চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি একনলা বন্দুক, আট রাউন্ড পিস্তলের গোলাবারুদ, বেশকিছু পাসপোর্ট ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা সেক্রেটারি উজ্জলের বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে অস্ত্র আইনের মামলা করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল-হাজতে পাঠানো হয়।