ফরিদপুর-১ আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ

এ ঘোষণায় এই নির্বাচনী এলাকায় রাজনৈতিক পরিবেশে নতুন মাত্র যোগ হলো।

Location :

Boalmari

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

আদর্শিক পরিবর্তনের ডাক, উন্নয়ন ও সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়ে প্রাথমিকভাবে ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মো: সাইফুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে দলটি।

শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় বোয়ালমারী থানা রোডস্থ দলটির কার্যালয়ে গণঅধিকার পরিষদের বোয়ালমারী উপজেলা সভাপতি শরীফ আলিমুজ্জামান বাবুল কেন্দ্রীয় নির্দেশনায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করেন।

এ ঘোষণায় এই নির্বাচনী এলাকায় রাজনৈতিক পরিবেশে নতুন মাত্র যোগ হলো।

এ সময় দলটির মনোনীত প্রার্থী মো: সাইফুল ইসলাম বলেন, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর গণতান্ত্রিক পরিবর্তনের ধারায় দেশকে এগিয়ে নিতে গণঅধিকার পরিষদ প্রতিষ্ঠা করেছেন। তার নেতৃত্বে দুর্নীতি, দখল, চাঁদাবাজমুক্ত রাষ্ট্র গঠনের যে প্রত্যয় নিয়ে সংগঠন এগিয়ে চলছে, সেই লক্ষ্য বাস্তবায়নে আমাকে ফরিদপুর-১ আসনে প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।

তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে শিক্ষাখাতের উন্নয়নে অগ্রাধিকার দেব, সেই সাথে কর্মসংস্থান বৃদ্ধি, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, চাঁদাবাজি নির্মূল এবং এলাকার সামগ্রিক উন্নয়নে কাজ করব। ফরিদপুর-১ আসনকে আদর্শিক রাজনীতির মাধ্যমে দখল ও চাঁদাবাজিমুক্ত করার লক্ষ্য নিয়েই কাজ করবো।

অনুষ্ঠানে বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি শরীফ আলিমুজ্জামান বাবলু শরীফ বলেন, গণঅধিকার পরিষদ শাসনব্যবস্থার পরিবর্তন ও মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সবচেয়ে বেশি সক্রিয় ভূমিকা রেখে এসেছে। মো: সাইফুল ইসলাম দীর্ঘদিন সংগঠনের সাথে সৎ ও পরিচ্ছন্ন রাজনীতির চর্চা করে আসছেন। এলাকায় তার জনপ্রিয়তা, সততা ও সংগঠনের প্রতি নিবেদন বিবেচনায় তাকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে জনগণ সৎ ও সাহসী নেতৃত্ব বেছে নেবে এবং এই আসনে গণঅধিকার পরিষদ শক্ত অবস্থানে থাকবে।

বোয়ালমারী উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মতিউর রহমান মুন্না বলেন, ফরিদপুর-১ আসনে জনগণের প্রত্যাশা পূরণ করতে এমন একজন প্রতিনিধির প্রয়োজন, যিনি মাঠে-ঘাটে মানুষের পাশে থাকবেন, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হবেন। সাইফুল ইসলাম সেই যোগ্য প্রার্থী, যার মাধ্যমে গণঅধিকার পরিষদ তরুণদের স্বপ্নের রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা যুব অধিকার পরিষদের দফতর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ফরিদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নয়ন নিলয়, বোয়ালমারী উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: আছাদ হোসেন, আলফাডাঙ্গা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো: শিমুল, যুব অধিকার পরিষদের সভাপতি রঞ্জু হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।