নারায়ণগঞ্জে ফতুল্লার কাশিপুরে মাদকের অর্থ লেনদেন নিয়ে মো: পাভেল (৩৭) নামে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে।
সোমবার (৩১ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত মো: পাভেল ফতুল্লা কাশিপুর মধ্যপাড়ার হাসমত উল্লাহর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে তিনি জানা গেছে নিহত পাভেল একজন মাদকসেবী। অপরদিকে ঘাতক বাবু একজন মাদক ব্যবসায়ী। মাদকের অর্থের লেনদেনকে কেন্দ্র করে ঈদের আগের দিন (রোববার) রাত দশটার দিকে পাভেলকে নিজ বাড়ি থেকে ডেকে নিয়ে যায় বাবু। রাতে বাবুর বাড়িতে পাভেলকে আটকে রেখে মারধর করে। এক পর্যায়ে গুলি করে রাতের কোনো এক সময় পাভেলকে তার বাড়ির সামনে ফেলে রেখে যায় বাবু।
নিহত পাভেলের চাচা ভোর রাত চারটার দিকে রাস্তায় পাভেলের রক্তাক্ত দেহ পরে থাকতে দেখে চিৎকার করলে তার পরিবারের লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে শহরের একটি হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার বেলা সাড়ে তিনটার দিকে পাভেল মারা যায়।
নিহত পাভেলের বড় ভাই মাসুম জানান, রোববার (৩০ মার্চ) চাঁদরাতে পাভেল ও পাশের বাড়ির রায়হান বাবু ওরফে ‘কবুতর বাবুর’মধ্যে কবুতর নিয়ে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় ঈদের দিন সকালে ‘কবুতর বাবু’ পিস্তল দিয়ে পাভেলের বুকে গুলি করে পালিয়ে যান।
পরে গুরুতর আহত অবস্থায় পাভেলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো: মাসুদ জানান, নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে হাসপাতালে আনা হয়। বিষয়টি ফতুল্লা থানা পুলিশকে জানানো হয়েছে।