সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া এক ব্যক্তির লাশ উদ্ধার

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা

Location :

Sarishabari
সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া ব্যক্তির লাশ উদ্ধার
সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া ব্যক্তির লাশ উদ্ধার |নয়া দিগন্ত

জামালপুরের সরিষাবাড়ীতে ট্রেনে কাটা পড়া অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ৬টার দিকে তালুকদার বাড়ি রেলওয়ে গেটের প্রায় ৪০০ গজ উত্তরে রেললাইনের পাশে ছিন্ন-বিচ্ছিন্ন দেহটি পড়ে থাকতে দেখা যায়।

প্রথমে ঘটনাটি লক্ষ করেন গেটম্যান বাচ্চু মিয়া। তিনি তাৎক্ষণিকভাবে রেলওয়ের দায়িত্বরত কর্মচারী শরীফ হাসানকে (মেইট-৩২) অবহিত করেন।

শরীফ হাসান জানান, ভোর আনুমানিক সাড়ে ৪টার দিকে ভূঞাপুর থেকে ছেড়ে আসা ৩৮ (থার্টি এইট) ডাউন ট্রেনটি সরিষাবাড়ীর দিকে যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই সময়ই ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ওই ব্যক্তি।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হতে পারে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করেছে। লাশটি উদ্ধারের পরে আইনি প্রক্রিয়া গ্রহণ করবে বলে জানায় রেল পুলিশ।