সিলেটে ৪২২টি চোরাই ফোন উদ্ধার, গ্রেফতার ৪

গ্রেফতার আসামি মো: আব্দুস শহীদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় খুন, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
গ্রেফতার মোবাইল ফোন চোরেরা
গ্রেফতার মোবাইল ফোন চোরেরা |নয়া দিগন্ত

সিলেট নগরীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪২২টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে মহানগর পুলিশের গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় মোবাইল চুরির সাথে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ-এসএমপি কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

তিনি বলেন, ‘গ্রেফতাররা সিলেটে মোবাইল চোর চক্রের মূল হোতা।’

পুলিশ জানিয়েছে, মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন মোমিনখলা তানভীরের বাসায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে ৩৮টি চোরাই-বৈধ কাগজপত্রবিহীন মোবাইল ফোন উদ্ধার করে ও মো: সুজ্জাতকে (২৭) আটক করে। একইদিনে ভোর আনুমানিক ৪টায় মহানগর গোয়েন্দা পুলিশ দক্ষিণ সুরমা থানাধীন শিববাড়ী জৈনপুর সাকিনস্থ ব্লক-ডির ৪ নম্বর বাসায় অভিযান চালিয়ে মো: আব্দুস শহিদ ও তার ভাতিজা আকরাম আলীকে (২১) আটক করে। ওই বসতঘরের বিভিন্ন কক্ষ হতে ২৬টি মোবাইল ফোন, দু’টি পেনড্রাইভ, আটটি স্ক্রু-ড্রাইভার এবং একটি নিকন ডি-৫৩০০ ডিএসএলআর ক্যামেরা উদ্ধার করা হয়।

আটকের পর তারা জানায়, দীর্ঘদিন ধরে সিলেট শহরসহ আশপাশ এলাকার অজ্ঞাতনামা চোরচক্রের নিকট থেকে তারা চোরাই মোবাইল ইলেকট্রনিক পন্য ক্রয় করে এর আএমইআই নাম্বার পরির্বতন করে বন্দরবাজাররস্থ সিটি হার্ট শপিং সেন্টারের দ্বিতীয় তলার ‘তোহা টেলিকম’ এবং করিম উল্লাহ মার্কেটের তৃতীয় তলার ‘স্মার্টফোন গ্যালারী’সহ বিভিন্ন দোকানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিক্রয় করেছে।

আটককৃতদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার সাকিনস্থ সিটি হার্ট শপিং সেন্টারের দ্বিতীয় তলায় অবস্থিত ‘তোহা টেলিকম’ নামের ১৫ নম্বর দোকানে অভিযান চালিয়ে দোকানের ভিতর হতে ২০৪টি বৈধ কাগজপত্র বিহীন চোরাই মোবাইল ফোন উদ্ধার করে। যার আনুমানিক বাজারমূল্য ২৮ লাখ ৩৫ হাজার টাকা। এ সময় ওই দোকান থেকে চোরাই মোবাইল বিক্রয়লব্ধ নয় হাজার ৫২০ টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই দিন বেলা ২টায় বন্দরবাজারস্থ করিম উল্লাহ মার্কেটের তৃতীয় তলায় অবস্থিত ১১৯ নম্বর দোকান স্মার্টফোন গ্যালারীতে অভিযান চালিয়ে দোকানের কর্মচারী ফারুক আহমদের (৩৪) উপস্থিতিতে ১৫৪টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার আসামি মো: আব্দুস শহীদের বিরুদ্ধে এসএমপির বিভিন্ন থানায় খুন, ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।