বরিশালের উজিরপুরে মাদকাসক্ত ছেলে শাহারিয়ার শিমুলের (৩৫) হাতে খুন হয়েছেন বাবা শাহ আলম খান (৬৫)।
রোববার (২৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বরাকোঠা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম খাটিয়ালপাড়া সিকদার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
উজিরপুর থানা–পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ছেলে শাহারিয়ার শিমুল ধারালো অস্ত্র দিয়ে বাবা শাহ আলম খানের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা যায়, মাদকাসক্তির কারণে শাহারিয়ার শিমুলের সাথে তাঁর বাবা শাহ আলম খানের সাথে প্রায়ই বাক-বিতণ্ডা হতো। রোববার সকালে দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। এর জের ধরেই এমন ঘটনা ঘটেছে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় শাহ আলম খানের দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। এরপর পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা শাহারিয়ার শিমুলকে পুলিশের হাতে তুলে দেয়।
শাহ আলম খানের প্রতিবেশীদের সাথে কথা বলে জানা গেছে, একসময় বাবা-ছেলের সম্পর্ক বেশ মধুর ছিল। শাহ আলম খান একজন পরিশ্রমী দিনমজুর ছিলেন। অভাব-অনটনের মধ্যেও ছেলেকে মানুষ করার চেষ্টা করেছেন তিনি। কিন্তু শিমুল ধীরে ধীরে মাদকে জড়িয়ে পড়েন। বাবার নিষেধ আর শাসনের কারণে মামুন একসময় প্রতিহিংসাপরায়ণ হয়ে ওঠেন।
প্রতিবেশী শামসুল হক বলেন, নিজে না খেয়ে ছেলেকে মানুষ করেছেন শাহ আলম খান। বিশ্বাস করতে পারছি না, সেই ছেলের হাতেই আজ খুন হতে হলো তাকে। সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য তিনি সারা জীবন সংগ্রাম করেছেন। কিন্তু যখন সেই সন্তানই হয়ে উঠল তার মৃত্যুর কারণ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: আব্দুস সালাম বলেন, ‘ঘটনার পরপরই শিমুলকে গ্রেফতার করা হয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’