চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী সরোয়ার জামাল নিজামের প্রার্থিতা পুনর্বিবেচনার দাবি জানিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগপত্র দিয়েছেন স্থানীয় তিন মনোনয়নপ্রত্যাশী।
বুধবার এ অভিযোগপত্র পাঠানো হয়।
অভিযোগকারীরা হলেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।
তাদের অভিযোগ, তিনবারের সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজপথের রাজনীতি থেকে বিচ্ছিন্ন। দলের দুর্দিনে তিনি কোনো আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং কিংবা সাংগঠনিক কর্মসূচিতে ছিলেন না বরং আওয়ামী লীগের ঘনিষ্ঠ হয়ে ব্যক্তিগত ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ করেছেন।
চিঠিতে বলা হয়, ২০০৮ সালের পর সরোয়ার নিজাম তৃণমূলের নেতাকর্মীদের সাথে সম্পর্ক ছিন্ন করে বিদেশে দীর্ঘ সময় কাটিয়েছেন। এ সময়ে বিএনপির নেতাকর্মীরা দমন-পীড়নের মুখে পালিয়ে বেড়ালেও তিনি কোনোভাবে পাশে দাঁড়াননি। এতে দলের ভেতরে ক্ষোভ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
অভিযোগকারী তিন নেতা তারেক রহমানের কাছে সরোয়ার জামাল নিজামের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ, তথ্য-উপাত্ত ও পাসপোর্ট যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ এবং তার প্রাথমিক মনোনয়ন পুনর্বিবেচনার অনুরোধ জানান।



