ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি মনোনীত প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর বিরুদ্ধে নির্বাচন কমিশনে দাখিল করা দ্বৈত নাগরিকত্ব ইস্যুর আপিলটি খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশনের আপিল বিভাগ।
রোববার (১৮ ডিসেম্বর) দীর্ঘ সময় শুনানির পর বিকেল ৫টার দিকে আপিলটি নির্বাচন কমিশন খারিজ করে দেয়।
এর আগে, ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বৈধ ঘোষণা করলে একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী ডা: ফখরুদ্দীন মানিক মিন্টুর দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে নির্বাচন কমিশনে আপিল দায়ের করেন।
নির্বাচন কমিশনে মিন্টুর দ্বৈত নাগরিকত্ব ইস্যু নিয়ে দাখিল করা আপিল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পক্ষে-বিপক্ষে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। যা আজ খারিজের মধ্যে দিয়ে সমাধান হলো।
এ বিষয়ে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু বলেন, ‘প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ষড়যন্ত্রমূলক প্রার্থিতা বাতিলের জন্য আবেদন করেছিলেন। আজ তা আইনগতভাবে খারিজ হওয়ায় আমরা খুশি।’
এ বিষয়ে আপিলকারী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা: ফখরুদ্দিন মানিক বলেন, ‘নির্বাচন কমিশন নির্বাচনে প্রার্থিতার ক্ষেত্রে পক্ষপাতমূলক আচারণ করেছেন। তারা অনুরাগ-বিরাগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত দিচ্ছেন। যা আমার আপিল খারিজে প্রতিয়মান হয়।’



