ফেনীর দাগনভূঞা উপজেলার হিরাপুর এলাকা থেকে সুকলভ মজুমদার (৪১) নামে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ফেনী মডেল থানায় নেয়া হয়।
সূত্রে জানা গেছে, সুকলভ মজুমদার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জায়লস্কর ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। বর্তমানে তিনি দক্ষিণ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। সম্প্রতি তিনি আফ্রিকা থেকে ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেন।
স্থানীয়দের দাবি, দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনায় জড়িত ছিলেন তিনি। এছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ফেনীর মহিপালে সংঘটিত গণহত্যায় অর্থ জোগানদাতা হিসেবে তার নাম উঠে আসে।
জেলা পুলিশের একটি সূত্র জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুজ্জামান সুকলভ মজুমদার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তার বিরুদ্ধে কতটি মামলা বা অভিযোগ রয়েছে, তা এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।