রাজবাড়ী পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থেকে বিনাভোটে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী আচরণ করার সুযোগ পাবে না। এতে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে এবং দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে।

এম মনিরুজ্জামান, রাজবাড়ী

Location :

Rajbari
রাজবাড়ী পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
রাজবাড়ী পৌর জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত |নয়া দিগন্ত

জামায়াতে ইসলামীর রাজবাড়ী পৌর শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার শহরের আজাদী ময়দানে অবস্থিত পৌর জামায়াত অফিসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে দলীয় কার্যক্রম ও রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা হয়।

জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ও পৌরসভা আমির ডা: মো: হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম।

তিনি বলেন, ‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে কোনো দল চিরস্থায়ীভাবে ক্ষমতায় থেকে বিনাভোটে নির্বাচনের মাধ্যমে স্বৈরাচারী আচরণ করার সুযোগ পাবে না। এতে জনগণের ভোটের সঠিক মূল্যায়ন নিশ্চিত হবে এবং দেশ ও জাতির ভাগ্যের পরিবর্তন ঘটবে।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আলীমুজ্জামান, সদর উপজেলা আমির মাওলানা সাইদ আহমেদ এবং পৌর আমির ডা. হাফিজুর রহমান।

বক্তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন এবং সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির আহ্বান জানান।

সম্মেলনে দলীয় নেতৃবৃন্দ নির্বাচন পদ্ধতির সংস্কারের প্রয়োজনীয়তা ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।