তেল চুরির অভিযোগে শামীম ওসমানের ব্যবসায়িক পার্টনার মেহেদী গ্রেফতার

পাঁচ আগস্টের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন শামীম ওসমানের বিশ্বস্ত সহচর এই আনোয়ার হোসেন মেহেদী। সবশেষে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলাও হয়েছে।

Location :

Narayanganj
তেল চুরির অভিযোগে শামীম ওসমানের ব্যবসায়িক পার্টনার মেহেদী গ্রেফতার
তেল চুরির অভিযোগে শামীম ওসমানের ব্যবসায়িক পার্টনার মেহেদী গ্রেফতার |সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি ও সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা
নারায়ণগঞ্জে তেল সিন্ডিকেটের প্রধান আনোয়ার হোসেন মেহেদীকে গ্রেফতার করেছে পুলিশ। সাবেক সাংসদ শামীম ওসমানের অন্যতম ব্যবসায়িক পার্টনার মেহেদীর বিরুদ্ধে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র হত্যার একধিক মামলা রয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

জানা গেছে, সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার মৃত আফিরউদ্দিন মাতবরের ছেলে আনোয়ার হোসেন মেহেদী। তিনি দীর্ঘদিন সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের দফতর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার মেহেদীকে হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে নারায়ণগঞ্জ আদালতে নেয়ার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামীমা খাতুন শুনানির পর তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদালতের দায়িত্বে থাকা পুলিশের পরিদর্শক মো: কাইউম খান।

জানা যায়, শামীম ওসমানদের কয়েকজন ক্যাশিয়ারের মধ্যে অন্যতম দোসর ও চিহ্নিত তেলচোর সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সাবেক দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন মেহেদী, তার ভাই লিটন চক্র ও তাদের পরিবার বেপরোয়া হয়ে উঠেছে। তেলচোর মেহেদী চক্রের নিয়ন্ত্রণেই চলছিল অবৈধ তেল চুরি।

২০২৪ সালের ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের পর মেহেদী পালিয়ে যান। পরে পলাতক থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেন। গুরুতর এমন অভিযোগের পর শনিবার রাতে তাকে গ্রেফতার করে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

সম্প্রতি মেহেদী চক্রের আর্থিক পৃষ্টপোষকতায় ‘শেখ হাসিনার প্রতি আস্থা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ সম্বলিত পোস্টার চাষাঢ়া, জেলা পরিষদ, নবীগঞ্জ ঘাট, জালকুড়ি স্ট্যান্ড, পুলিশ লাইন, জামতলা, খানপুর হাসপাতাল এলাকায় সাঁটানো হয়। দেয়ালে সাঁটানো পোস্টারে দেখা গেছে, শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবির পাশাপাশি শামীম ওসমানের ছবি, সাথে যুবলীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর ছবি।

পাঁচ আগস্টের পর বেশ কিছুদিন আত্মগোপনে ছিলেন শামীম ওসমানের বিশ্বস্ত সহচর এই আনোয়ার হোসেন মেহেদী। সবশেষে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলাও হয়েছে। গত বছরের ২৪ অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাফেজ মো: হোসাইন আহম্মেদ (২০) নামে এক যুবককে হত্যা চেষ্টা মামলায় তাকে আসামি করা হয়। এই মামলায় তিনি ৬৮ নম্বর আসামি।