সিংড়ায় ৩১ দফা কর্মসূচির উপর দিব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে : ব্যারিস্টার ইউসুফ

সভায় কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সিংড়া (নাটোর) সংবাদদাতা

Location :

Natore
একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে : ব্যারিস্টার ইউসুফ
একটি মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে : ব্যারিস্টার ইউসুফ |নয়া দিগন্ত

মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক ব্যারিস্টার ইউসুফ আলী বলেছেন, ‘দেশ নায়ক তারেক রহমানের কর্মীরা যখন জেলা থেকে উপজেলা হয়ে ইউনিয়ন পর্যায়ে রাষ্ট্র কাঠামো মেরামতের বার্তা দিয়ে ছুটে বেড়াচ্ছেন, একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যখন একটি নির্বাচিত সংসদে সাংবিধানিক সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে চান তখনই একটি মহল দেশেকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে মেতে উঠেছে।’

শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার কলম উচ্চ বিদ্যালয় মাঠে কলম ইউনিয়ন বিএনপি আয়োজিত তারেক রহমানের উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচির উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রশিক্ষক ব্যারিস্টার ইউসুফ আলী এসব কথা বলেন।

সভায় কলম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।

সিংড়া উপজেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুর অর রশিদের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সংগ্রহ কমিটির আহবায়ক সাখাওয়াত হোসেন সাখা, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল, সদস্য ও তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান, উপাধ্যক্ষ রেজাউল করিম মৃধা, সদস্য মহিদুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদস্য শামীম হোসেন, সাইদুর রহমান সাধু, রফিকুল ইসলাম বুলেট, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদত হোসেন মিণ্টু প্রমূখ।