ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেছেন, ‘আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসকে কেন্দ্র করে জাতীয় স্মৃতিসৌধে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পোশাকে এবং সাদা পোশাকে নিয়োজিত থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর চার হাজার সদস্য। জনগণের সার্বিক নিরাপত্তা রক্ষায় এ ফোর্স কাজ করবে।’
শনিবার (১৩ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিদর্শনে এসে সাংবাদিকদের এসব কথা বলেন ডিআইজি।
এ সময় ডিআইজি বলেন, ‘এদিকে ঢাকা-আরিচা মহাসড়কের ট্রাফিক ব্যবস্থা আমিন বাজার থেকে শুরু করে স্মৃতিসৌধ পর্যন্ত যা রয়েছে সেটা আমরা ব্যবস্থা নিয়েছি।’
তিনি জানান, আজ থেকেই ১৬ ডিসেম্বর পর্যন্ত পোশাকে ও সাদা পোশাকে নিয়োজিত থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সকল ধরণের নিরাপত্তায় কাজ করবেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান, আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার, সাভার গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন খানসহ আরো অনেকে।



