তজুমদ্দিনে পাওনা টাকা চাওয়ায় সংঘর্ষ, নিহত ১

শনিবার সন্ধ্যায় উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানীর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

হেলাল উদ্দিন লিটন, তজুমদ্দিন (ভোলা)

Location :

Bhola
নিহত শাকিল
নিহত শাকিল |নয়া দিগন্ত

ভোলার তজুমদ্দিনে পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে শাকিল নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া এলাকার কেরানীর দোকান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল উপজেলার চাঁদপুর ইউনিয়নের দক্ষিণ আড়ালিয়া গ্রামের মো: ইউনুসের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, রাকিবের নিকট একই এলাকার মো: নূর নবীর ছেলে তামিম হোসেন তিন টাকা পান। এ ঘটনার জেরে শনিবার বিকেলে ক্রিকেট খেলতে গেলে রাকিব ও তামিমের মধ্যে ঝগড়া লাগে। পরে রাকিবের বড় ভাই শাকিল মিস্ত্রী দুইজনের ঝগড়া থামিয়ে দেন। এ ঘটনার জেরে সন্ধ্যায় তামিম পুনরায় শাকিলের সাথে বাকবিতণ্ডা শুরু করেন। কথা কাটাকাটির একপর্যায়ে তামিম ক্রিকেট খেলার স্ট্যাম্প দিয়ে শাকিলের মাথায় আঘাত করেন। শাকিল ঘটনাস্থলেই বমি করে অজ্ঞান হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভোলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে অবস্থার আরো অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হলে ঢাকা আগারগাঁও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর ৪টায় তিনি ইন্তেকাল করেন।

এ বিষয়ে জানতে চাইলে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত জানান, নিহত শাকিলের পরিবার থানায় লিখিত অভিযোগ দিয়েছে। মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।