গাজীপুরের ৫টি আসনেই বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির নয়জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) শুধু ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরের পাঁচটি আসনে বিএনপির পাঁচজনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন
গাজীপুরের পাঁচটি আসনে বিএনপির পাঁচজনসহ মোট ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন |নয়া দিগন্ত গ্রাফিক্স

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে বিএনপির নয়জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও মনোনয়নপত্র জমাদানের শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) শুধু ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

গাজীপুরের বিভিন্ন সংসদীয় আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বতন্ত্র প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন সোমবার সকাল ১০টার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে তারা মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় চত্বরে প্রার্থী, কর্মী ও সমর্থকদের মধ্যে দিনভর ছিল উৎসবের আমেজ।

দলীয় ও রিটার্নিং অফিসসূত্রে জানা গেছে, গাজীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: মজিবুর রহমান ছাড়াও দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, কেন্দ্রীয় কমিটির শ্রমবিষয়ক সহ-সম্পাদক মো: হুমায়ুন কবির খান, গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব ইশরাক আহম্মদ চৌধুরী মনোনয়নপত্র নিয়েছিলেন।

সোমবার বিকেলে জেলা রিটার্নিং অফিসারের হাতে মনোনয়পত্র জমা দিয়েছেন গাজীপুর-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী গাজীপুর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি এবং বিএনপির বিদ্রোহী প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির শ্রমিকদলের কার্যকরী সভাপতি মো: সালাহ উদ্দিন সরকার।

এছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে মনোনয়পত্র জমা দিয়েছেন গাজীপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো: মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনে কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্যবিষয়ক সহ-সম্পাদক এবং গাজীপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এসএম রফিকুল ইসলাম, গাজীপুর-৪ আসনে জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শাহ রিয়াজুল হান্নান এবং গাজীপুর-৫ আসনে জেলা বিএনপির আহ্বায়ক এ কে এম ফজলুল হক মিলন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন জানান, এ দিন জেলার আইনশৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি রক্ষায় নিয়োজিত ছিল পর্যাপ্ত সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।