বড়াইগ্রামে কবরস্থানে নিখোঁজ ইটভাটা ম্যানেজারের লাশ উদ্ধার

তিনি গত তিন থেকে চার মাস ধরে নিখোঁজ ছিলেন। তার সন্ধানে পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো তথ্য পায়নি।

মন্তাজুর রহমান রানা, বড়াইগ্রাম (নাটোর)

Location :

Natore
লাশ উদ্ধার
লাশ উদ্ধার |নয়া দিগন্ত

নাটোরের বড়াইগ্রামে একটি কবরস্থান থেকে আব্দুল মজিদ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ সোমবার সকালে উপজেলার নগর ইউনিয়নের কয়েন গ্রামের নাটোর-পাবনা মহাসড়ক সংলগ্ন ময়মনসিংহ পাড়ায় এ ঘটনা ঘটে।

আব্দুল মজিদ মাগুরা সদর উপজেলার শেখপাড়া গ্রামের মরহুম লাল মামুদের ছেলে। তিনি নিজ এলাকায় একটি ইটভাটার ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানায়, সকালে কবরস্থানের গেটের কাছে একটি অজ্ঞাত লাশ পড়ে থাকতে দেখে তারা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের পাশে কিছু নগদ অর্থও পড়ে ছিল। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ।

আব্দুল মজিদের স্বজনরা জানায়, তিনি গত তিন থেকে চার মাস ধরে নিখোঁজ ছিলেন। তার সন্ধানে পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো তথ্য পায়নি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এছাড়া এত দূরের কবরস্থানে তার লাশ কিভাবে এলো, সে রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।