খুলনায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক কর্মশালা

এমইএল অ্যান্ড এমএসআইর আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ডা: কাজী মো: আইনুল হক।

খুলনা ব্যুরো

Location :

Khulna
কর্মশালায় অংশগ্রহণকারীরা
কর্মশালায় অংশগ্রহণকারীরা |নয়া দিগন্ত

এসডিএফ ও আরইএলআই প্রকল্পের আওতায় বিভাগীয় পর্যায়ে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডারদের কর্মশালা মঙ্গলবার (২৫ নভেম্বর) খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এমইএল অ্যান্ড এমএসআইর আঞ্চলিক ব্যবস্থাপক অরুন কুমার মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিচালক ডা: কাজী মো: আইনুল হক। সভাপতিত্ব করেন খুমেক হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: মো: আখতারুজ্জামান।

কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে আলোচনা করেন এসডিএফ যশোর আঞ্চলিক পরিচালক মো: কামাল বাশার। স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের অগ্রগতি উপস্থাপন করেন আঞ্চলিক পরিচালক (স্বাস্থ্য ও পুষ্টি) ডা: কায়মুন আক্তার মুনা।

এসময় উপস্থিত ছিলেন খুলনা সিভিল সার্জন ডা: মো: মাহফুজা খাতুন, ডেপুটি সিভিল সার্জন ডা: মিজানুর রহমান, ডা: সৈয়দা রুখশানা পারভীন, ডা: তরুন কান্তি দাশ ও মো: জোবায়ের হোসেনসহ প্রকল্পের উপকারভোগী নারী ও পুরুষরা।

এসময় বক্তারা স্বাস্থ্য ও পুষ্টি কার্যক্রমের পাশাপাশি এসডিএফ মাতৃত্বকালীন ও সিজারিয়ান ভাতা প্রদান কর্মসূচিকে মানবিক ও সময়োপযোগী বলে আখ্যায়িত করেন।

এছাড়া এ প্রকল্পের মাধ্যমে দারিদ্র্যবিমোচন, প্রশিক্ষণের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, সহায়-সম্বলহীনদের এককালীন অনুদান প্রদান, গ্রামীণ অবকাঠামো নির্মাণসহ বেকার যুবকদের কর্মসংস্থান ও জীবিকা উন্নয়নের কার্যক্রমকে সর্বত্র ছড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।