সাদুল্লাপুরে ধর্ষক গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা

Location :

Gaibandha
সাদুল্লাপুরে ধর্ষক গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন।
সাদুল্লাপুরে ধর্ষক গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। |নয়া দিগন্ত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামে এক কিশোরীকে ধর্ষণ ও গর্ভপাত ঘটানোর ঘটনায় জড়িত নাইম মিয়া নামে এক যুবককে গ্রেফতার এবং ভিকটিমের পরিবারের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা চুরি মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

আজ শনিবার সকাল ১১টার দিকে সাদুল্লাপুর পাবলিক লাইব্রেরি অ্যান্ড ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন, ভূমিহীন নেতা কামরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী আজাহার আলী, মাছুদ মিয়া, খলিলুর রহমান, ভিকটিমের নানা, মা ও বাবাসহ অনেকে।

জানা গেছে, সাদুল্লাপুর উপজেলার বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের শহিদ মিয়ার ছেলে নাইম মিয়া একই গ্রামের এক ভূমিহীন পরিবারের কিশোরীকে ধর্ষণ করে। এর ফলে কিশোরীটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে নাইম ও তার পরিবার কৌশলে তার গর্ভপাত ঘটায়। এই ঘটনায় কিশোরীর মা জেলেখা বেগম সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেন। কিন্তু মামলা দায়েরের পর থেকেই আসামির পরিবার তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে বলে অভিযোগ উঠেছে।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মামলা উঠিয়ে নেয়ার জন্য ধর্ষক নাইমের বাবা শহিদ মিয়া ও তার লোকজন বাদি জেলেখা বেগম এবং তার ভাগনি জামাইকে পরিকল্পিতভাবে রাস্তা থেকে ধরে বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত জেলেখাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। কিন্তু বিস্ময়করভাবে, শহিদের স্ত্রী শারমিন আক্তার পুলিশের সাথে আঁতাত করে জেলেখা ও তার পরিবারের বিরুদ্ধে একটি মিথ্যা চুরি মামলা দায়ের করেছেন, যা পুলিশ কোনো তদন্ত ছাড়াই রুজু করেছে বলে অভিযোগ।

এই পরিস্থিতিতে, রহস্যজনকভাবে ধর্ষককে গ্রেফতার না করা এবং ভিকটিমের পরিবারের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হওয়ায় এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছে। ধর্ষক নাইমের পরিবারের হুমকিতে ভিকটিমের পরিবার বাড়িছাড়া হয়ে বেড়াচ্ছে। মানববন্ধনে বক্তারা অবিলম্বে ধর্ষক নাইমকে গ্রেফতার, শহিদ মিয়া গংদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ভিকটিম ও তার পরিবারের জন্য ন্যায়বিচারের দাবি জানান।