সীতাকুণ্ড প্রেসক্লাব নেতাদের সাথে জামায়াতের মতবিনিময়

উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম- ৪ (সীতাকুণ্ড) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী।

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Sitakunda
সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতাদের সাথে জামায়াতের মতবিনিময়
সীতাকুণ্ড প্রেস ক্লাব নেতাদের সাথে জামায়াতের মতবিনিময় |নয়া দিগন্ত

চট্টগ্রামের সীতাকুণ্ড প্রেসক্লাব নেতাদের সাথে উপজেলা জামায়াতে ইসলামী নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) বেলা ৪টার দিকে উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার সিদ্দিকী চৌধুরী।

উপজেলা মিডিয়া বিভাগের পরিচালক আবুল হোসেনের সঞ্চালনায় সভায় উপজেলা জামায়াতের সেক্রেটারি আবু তাহের, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মিছবাহুল আলম রাসেল, উপজেলা যুব বিভাগের সভাপতি ও শিল্পবিষয়ক সম্পাদক শামসুল হুদা ও পৌর আমির হাফেজ আলী আকবর উপস্থিত ছিলেন।

এছাড়া প্রেস ক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি সৈয়দ ফোরকান আবু, সাবেক সভাপতি এম হেদায়েত, সৌমিত্র চক্রবর্তী, সহ-সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সাবেক সম্পাদক লিটন কুমার চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক সবুজ শর্মা শাকিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সঞ্জয় চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শেখ সালাউদ্দিনসহ অন্য সাংবাদিক নেতারা।