কালিয়াকৈর থানাধীন এলাকায় ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা সমালোচনা দেখা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, মামলাটির তদন্ত সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আইন অনুযায়ী সম্পূর্ণ নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে।
বুধবার (২২ অক্টোবর) জেলা পুলিশ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মামলার তদন্তে গাফিলতি, অভিযুক্তদের রেহাই দেয়া বা মামলাকে গুরুত্ব না দেয়ার অভিযোগের কোনো বাস্তব ভিত্তি নেই। মামলা রুজুর পর থেকেই বস্তুগত ও পারিপার্শ্বিক সব ধরনের সাক্ষ্য যথাযথভাবে সংগ্রহ করা হচ্ছে এবং দ্রুত তদন্ত সম্পন্নের কাজ এগিয়ে চলছে।
গাজীপুরের পুলিশ সুপার ড. চৌধুরী মো: যাবের সাদেক বলেন, জেলা পুলিশ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে এই মামলার তদন্ত করছে। কোনো প্রভাব বা পক্ষপাতিত্বের সুযোগ নেই। প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন, তদন্তের বিষয়ে বিভ্রান্তিকর তথ্য বা গুজব ছড়িয়ে জনমনে অনাস্থা সৃষ্টি করা উচিত নয়। আইন নিজস্ব গতিতে চলবে এবং ন্যায়বিচার নিশ্চিত হবে।