আমতলীতে বাসের ধাক্কায় স্কুলশিক্ষক নিহত

বরগুনার আমতলী উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী মো: খলিলুর রহমান (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

Location :

Amtali
মো: খলিলুর রহমান (৪৫)
মো: খলিলুর রহমান (৪৫) |ছবি : সংগৃহীত

আমতলী (বরগুনা) সংবাদদাতা

বরগুনার আমতলী উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল-আরোহী মো: খলিলুর রহমান (৪৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ৯টার দিকে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তারবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিলুর রহমান আমতলী উপজেলার শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, খলিলুর রহমান মঙ্গলবার সকালে নিজের মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন। পথে আমতলী-পটুয়াখালী মহাসড়কের ডাক্তারবাড়ি নামক স্থানে পেছন দিক থেকে আসা যমুনা লাইন পরিবহন একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হয়। স্থানীয় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সঙ্কটজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নেয়ার পথে আমতলী হাসিনা ডায়াগনিস্টিক সেন্টারের সামনে তার মৃত্যু হয়।

শাখারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. স্বাথীয়া সুলতানা বলেন, সহকারী শিক্ষক খলিলুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তিনি এক ভালো শিক্ষক ছিলেন।

আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: সফিউল আলম বলেন, আমতলীর মানুষ একজন ভালো শিক্ষক হারালো। এমন ভালো শিক্ষকের অকাল মৃত্যু মেনে নেয়া যায় না।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রাশেদ মাহমুদ রোকনুজ্জামান বলেন, শিক্ষক খলিলুর রহমানকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সংঙ্কটজনক অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। পরে হাসপাতাল থেকে নেয়ার কিছুক্ষণ পরে তিনি মারা গেছেন।

আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আরিফুর রহমান আরিফ বলেন, নিহত শিক্ষক মো: খলিলুর রহমানের লাশ পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।