সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতি চক্রের নারীসহ পাঁচজনকে আটক করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস সামগ্রী উদ্ধার করা হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন— রংপুরের মিঠাপুকুরের ফকিরেরহাট এলাকার মরহুম রফিক মন্ডলের ছেলে সারোয়ার ইসলাম (৩০), পীরগাছার দেওতি এলাকার মরহুম চানমিয়ার ছেলে আল আমিন মোহাম্মদ আহাদ (৩৪), পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদের মরহুম খাজামিয়ার ছেলে মেজবাহ হামিদুল্লাহ প্রধান (২৯), কাদিরাবাদের এনামুল হকের ছেলে রাশেদুল ইসলাম রকি (২৮) ও পাবনার চাটমোহর উপজেলার সাইকোলা গ্রামের মরহুম বারেক আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌস বিথী (২৬)।
রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, আটকদের কাছ থেকে ১৫টি ডিভাইস, পাঁচটি স্মার্ট ফোন, দু’টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড, সাতটি ব্লুটুথ এয়ারপড, ১৯টি এয়ারপডের ব্যাটারি, এয়ারপড প্লেসমেন্ট করার ফরসেপ একটি, ১০০ টাকার ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ছয়টি, স্বাক্ষরিত ফাঁকা চেক দু’টি এবং দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
তিনি জানান, তারা বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার প্রশ্নের সমাধান করে দিত বাইর থেকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিজিটাল ডিভাইস জালিয়াতির মাধ্যমে প্রশ্নপত্রের সমাধানের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়ার কথা স্বীকার করেছে তারা। তাদের কাছ থেকে সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নগরীর ক্যাপ্টেন বাকোলজি মোড় থেকে ডিজিটাল ডিভাইস সিন্ডিকেট চক্রের দুই সদস্যকে আটক করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ।



