ঢাকার ধামরাইয়ে শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার কামিল ১ম, ফাজিল (অর্নাস) ও ফাজিল (পাস) ১ম বর্ষ ছাত্র-ছাত্রীদের সবক দান ও সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকারী কৃতি ছাত্রকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার অত্র মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ শাইখ ড. মো: ফায়জুল আমিন সরকার মাদানীর সভাপতিত্বে সবকদান ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) রেজিস্টার মো: আইউব হোসেন, বিশেষ অতিথি হিসেবে ধামরাই উপজেলা সাবেক চেয়ারম্যান ও থানার বিএনপির সভাপতি তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক সামছুল ইসলাম, অত্র মাদরাসার গভর্নিং বডির সদস্য কাজী ফিরোজ আহমদ সহ অনেকে।
আলোচনা সভা শেষে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার ছাত্র তানযীল আহমাদ কামিল পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করায় তাকে কৃতি সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট কৃতি ছাত্রের হাতে তুলে দেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের (ঢাকা) রেজিস্টার মো: আইউব হোসেন ও ধামরাই সাবেক উপজেলা চেয়ারম্যান তমিজ উদ্দিন।
এরপরে ঢাকা মিরপুর দারুস সুন্নাহ মাদরাসার অধ্যক্ষ শাইখ আব্দুল নুর মাদানী ধামরাই শরীফবাগ ইসলামিয়া কামিল মাদরাসার কামিল ১ম, ফাজিল (অর্নাস) ও ফাজিল (পাস) ১বর্ষ ছাত্র-ছাত্রীদের সবক দেন।