নগরকান্দায় বাসের চাপায় বৃদ্ধ ‌নিহত‌

শনিবার সকাল ১০টার দিকে থানার জয় বাংলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

কাজী আফতাব হোসেন, নগরকান্দা (ফরিদপুর)

Location :

Faridpur
নয়া দিগন্ত

ফরিদপুরের নগরকান্দায় বাসের চাপায় কুদ্দুস মোল্লা (৯০) নামে এক বৃদ্ধ ‌নিহত‌ হয়েছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর)‌ সকাল ১০টার দিকে থানার জয় বাংলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুদ্দুস মোল্লা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের বনকগ্রামের মরহুম আ: হাকিম উদ্দিনের ছেলে।

জানা যায়, ওই বৃদ্ধ বিশ্বরোড পার হওয়ার সময় খুলনা থেকে ঢাকাগামী গোল্ডেন লাইন (এসি) বাস তাকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষানিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ‘বাস দুর্ঘটনায় একজন আহত হয়ে মারা গেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবার থেকে এখনো পর্যন্ত থানায় কোনো অভিযোগ করেনি। এদিকে দুর্ঘটনাকবলিত বাসটি দ্রুত পালিয়ে যায়।‘