রাস্তার পাশে মোটরসাইকেলে বসা ছিল ছোট্ট মার্জিয়া, পিষে ফেলল ট্রাক

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari

নীলফামারী সদরে ট্রাকের ধাক্কায় মার্জিয়া আক্তার (১০) নামে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে নীলফামারী সদরের মডেল মসজিদের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত মার্জিয়া সদর উপজেলার টুপামারী ইউনিয়নের পীরের মাজার শাহ পাড়া এলাকার মোস্তাকীম শাহের মেয়ে ও শহরের মমতাজ মেমোরিয়াল বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সকালে বিদ্যালয়ের ক্লাসপার্টিতে অংশ নেয় ছোট্ট মার্জিয়া। দুপুরে অনুষ্ঠান শেষে মোটরসাইকেলে করে চাচা হাসু শাহের সাথে বাড়ি ফেরার পথে মডেল মসজিদের সামনে তার পানির পিপাসা লাগে। রাস্তা থেকে নিরাপদ দূরত্বে মোটরসাইকেলে মার্জিয়াকে বসিয়ে রেখে কাছের হোটেল থেকে পানি আনতে যান চাচা।

সেই মুহূর্তে দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মার্জিয়া।

দুর্ঘটনার পর উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করে ভাঙচুর করে।’