দৈনিক নয়া দিগন্তের সাবেক প্রুফ রিডার শহিদুল ইসলামের ইন্তেকাল

বৃহস্পতিবারসকাল ৯টায় পাবনার বেড়া পৌর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নতুনপাড়া কবরস্থানে দাফন করা হয়।

শফিউল আযম, বেড়া (পাবনা)

Location :

Bera
দৈনিক নয়া দিগন্তের সাবেক সিনিয়র প্রুফ রিডার শহিদুল ইসলাম শহিদ
দৈনিক নয়া দিগন্তের সাবেক সিনিয়র প্রুফ রিডার শহিদুল ইসলাম শহিদ |নয়া দিগন্ত

দৈনিক নয়া দিগন্তের সাবেক সিনিয়র প্রুফ রিডার শহিদুল ইসলাম শহিদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকাল ৯টায় পাবনার বেড়া পৌর কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে নতুনপাড়া কবরস্থানে দাফন করা হয়।

শহিদুল ইসলাম বেড়া প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি। তিনি সপরিবারে ঢাকায় বসবাস করতেন।

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৩টায় (১৩ আগস্ট) তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্টজনিত রোগে ভূগছিলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডা. আব্দুল বাসেত খান, বেড়া পৌর বিএনপি সভাপতি ফজলুর রহমান ফকির, বেড়া রিকশাভ্যন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: মঈন উদ্দিন খাজা, বেড়া প্রেসক্লাবের সভাপতি মো: শফিউল আযম মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।