অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম

বিপথগামী যুবকদের পুনর্বাসন ও উন্নত জীবন গঠন করতে চাই

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
নির্বাচনী গণমিছিলে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম
নির্বাচনী গণমিছিলে অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম |নয়া দিগন্ত

নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলামের বিশাল নির্বাচনী সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরাতন বাসটার্মিনাল মুক্তমঞ্চ চত্বরে প্রথমে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, ‘বিগত ৫৪ বছর ধরে এদেশের মানুষ যা চেয়েছিল, তা পাননি। অধিকার ফিরে পাননি। নিরাপত্তার সঙ্গে বসবাস করতে পারেননি। মানুষ হয়রানির শিকার হয়েছেন, গুম হয়েছেন, মিথ্যা মামলার শিকার হয়েছেন। দুর্নীতির কারণে দেশের উন্নয়ন হয়নি। ১০০ টাকা বরাদ্দ হলে ২০ টাকার কাজ হয়। ৮০ টাকা গায়েব হয়ে যায়। আইন-শৃঙ্খলার অবনতি হয় বিপথগামী যুবকদের জন্য। ইসলাম প্রতিষ্ঠিত হলে বিপথগামী যুবকরা ভালো পথে আসবেন। তাদের এবং জনগণের জানমালের নিরাপত্তা বিধান হবে।’

জেলা সভাপতি মাওলানা খায়রুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক সংগঠনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন বলেন, ‘আমরা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ঘুরেফিরে ক্ষমতায় দেখেছি। সোনার বাংলার স্লোগান শুনেছি, সবুজ বাংলার স্লোগান শুনেছি, নতুন বাংলার স্লোগান শুনেছি; কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। বিদেশে টাকা পাচার হয়েছে। দেশে দুর্নীতি হয়েছে। দেশের উন্নয়ন হয়নি। ৫৪ বছর যারা ক্ষমতায় ছিল, তারা জনগণের সাথে প্রতারণা করেছেন। জনগণ ভালোকে ভালো বলতে জানেন, খারাপকে খারাপ বলতে জানেন। তাই এবার সব মার্কা দেখা শেষ, এবার ইসলামের হবে বাংলাদেশ। এতে নারী, পুরুষসহ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে। আমরা আটটি দল একসাথে হয়েছি। যেখানে যে দলের প্রার্থী মনোনীত হবেন, তাকে সবাই মিলে বিজয়ী করতে হবে। নড়াইল-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী মাওলানা তাজুল ইসলাম একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন যোগ্য প্রার্থী, তাকে বিজয়ী করতে হবে। তিনি বিজয়ী হলে 'সি' মানের নড়াইল জেলাকে 'এ' মানের জেলায় রূপান্তর করবেন।

বিশেষ অতিথি ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) জান্নাতুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মুফতি মোস্তফা কামাল, জেলা সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, নড়াইল-২ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হুসাইন নূর, জাতীয় শিক্ষক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম আনসারী, ইসলামী আন্দোলনের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী নূরুন্নবী, মুজাহিদ কমিটির নেতা মাহবুবুর রহমান, ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি মুফতি ওমর ফারুক, মাওলানা হাবিবুর রহমান, জিয়াউর রহমান, আব্দুল্লাহ আল মামুন, হিলাল মন্ডল, মোহাম্মদ আলী জিন্নাহ, হাফেজ খবির উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি সাজ্জাদ হোসেন, নেয়াজ মোর্শেদ, আব্বাস আলী, মুফতি শেখ মোহাম্মদ জহিরুল ইসলামসহ অনেকে।

সমাবেশ শেষে পুরাতন বাসটার্মিনাল চত্বর থেকে শহরের রূপগঞ্জ এলাকায় বিশাল মিছিল বের হয়।