নীলফামারীকে মাদক নিয়ন্ত্রণে ‘মডেল’ করার উদ্যোগ

রোববার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানান নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম।

নীলফামারী প্রতিনিধি

Location :

Nilphamari
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা
সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা |নয়া দিগন্ত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নীলফামারী জেলাকে মডেল হিসেবে গড়তে সকলের সহযোগিতা চেয়েছেন নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম। এটা বাস্তবায়নে দ্রুত উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানান তিনি।

রোববার (৩০ নভেম্বর) বিকেলে পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ উদ্যোগের কথা জানান তিনি।

জাহিদুল ইসলাম বলেন, ‘সরকার যে দায়িত্ব দিয়েছে তা যথাযথভাবে পালনে আমি বদ্ধপরিকর। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নে নীলফামারী জেলা পুলিশের প্রতিটি কর্মী ব্রত।’

তিনি বলেন, ‘জেলার আইনশৃঙ্খলা রক্ষায় সর্বস্তরের মানুষকে নিয়ে আমি কাজ করতে চাই। সবাই সহযোগিতা করলে এটা সম্ভব।’

পুলিশ সুপার বলেন, ‘মাদক নির্মূল নয় নিয়ন্ত্রণ করাই চ্যালেঞ্জ। এটি বাস্তবায়নে নীলফামারীর একটি গ্রামকে মডেল হিসেবে নেয়া হবে এবং উদ্যোগ বাস্তবায়নে দ্রুত কার্যক্রম শুরু হবে।‘

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (নীলফামারী সার্কেল) ফারুক আহমেদ, নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ উপস্থিত ছিলেন।