বিশ্বমানের গবেষণাগার গড়ছে ডুয়েট, নবীনদের নিয়ে নতুন স্বপ্ন ভিসির

‘শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরাই ডুয়েটকে বিশ্বের দরবারে পরিচিত করবে।’

মো: আজিজুল হক, গাজীপুর মহানগর

Location :

Gazipur
বিশ্বমানের গবেষণাগার গড়ছে ডুয়েট, নবীনদের নিয়ে নতুন স্বপ্ন ভিসির
বিশ্বমানের গবেষণাগার গড়ছে ডুয়েট, নবীনদের নিয়ে নতুন স্বপ্ন ভিসির |নয়া দিগন্ত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) গাজীপুরের ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেছেন, ‘শিক্ষা, গবেষণা, প্রকাশনা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে নবীন শিক্ষার্থীরাই ডুয়েটকে বিশ্বের দরবারে পরিচিত করবে।’

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে আয়োজিত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের নবীন বরণ-২০২৫ ও ‘রুলস অ্যান্ড রেগুলেশনস ফর আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলাম’ বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভিসি বলেন, ‘ডুয়েট শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি উদ্ভাবন, গবেষণা, প্রজেক্ট ও মানবসম্পদ বিকাশের কেন্দ্র। তোমরা কেবল দক্ষ প্রকৌশলী নয়, দায়িত্বশীল নাগরিক হিসেবেও নিজেকে গড়ে তুলবে।’ একনেকে অনুমোদিত এম-ডুয়েট প্রকল্প বাস্তবায়িত হলে বিশ্বমানের গবেষণাগার ও ল্যাব সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের আবাসন সমস্যা সমাধান হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভিসি অধ্যাপক ড. মো: আরেফিন কাওসারসহ বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ। স্বাগত বক্তব্য দেন পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক ড. উৎপল কুমার দাস। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো: ওবায়দুর রহমান। নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয় এবং তিনজন শিক্ষার্থীকে ‘অ্যাটেনটিভ লিসেনার’ হিসেবে পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহা: আবু তৈয়ব। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘শৃঙ্খলা, অধ্যবসায় ও সময়ানুবর্তিতাই সফল প্রকৌশলী জীবনের ভিত্তি।’