সিলেটে লিডিং ইউনিভার্সিটির জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড

স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াড শুরুর ক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ পাইওনিয়ার হিসেবে ভূমিকা রেখেছে।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড।
সিলেটে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড। |নয়া দিগন্ত

সিলেটে লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে বাংলাদেশ গণিত সমিতি ও এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের সহায়তায় ১৬তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের গ‍্যালারী-১ এ আঞ্চলিক পর্বের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী ড. সৈয়দ রাগীব আলী।

লিডিং ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সভাপতিত্বে এবং লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি প্রফেসর ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এবং প্রো-ভিসি প্রফেসর ড. মো. সাজেদুল করিম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অলিম্পিয়াডে সিলেট অঞ্চলের অধীনে সাতটি জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। গণিত অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্বের আহ্বায়ক লিডিং ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মো. জাহিদ হাসান জানান, শ্রেষ্ঠত্বের ভিত্তিতে নির্বাচিত দু’জন নারী শিক্ষার্থীসহ মোট ১০ জন প্রতিযোগী জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন।

সিলেট অঞ্চলে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াডে বিজয়ীদের মধ‍্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী রাদুয়ানুল হক মারূফ ১ম, গণিত বিভাগের মো: জুবায়ের হোসেন সম্পদ ২য়, অভিমন্ন বৈধ ৩য়, প্রতিক পন্থিরথ ৪র্থ, আইপিই বিভাগের মো: ফরহাদ হোসেন ৫ম, গণিত বিভাগের শাহাদ উদ্দিন ৬ষ্ঠ, আইপিই বিভাগের মো: মুশফিক আহমেদ ৭ম, এবং গণিত বিভাগের জিয়াউর রহমান ৮ম স্থান অর্জন করে জাতীয় পর্বে অংশ গ্রহণ করার জন‍্য নির্বাচিত হয়েছেন। মেয়েদের মধ‍্যে গণিত বিভাগের সুমাইয়া সারুয়ার গাজী ও ইলা আক্তার জাতীয় পর্বে অংশগ্রহণ করার সুযোগ অর্জন করেন।

প্রধান অতিথির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এ প্রতিযোগিতার আয়োজন করার জন‍্য লিডিং ইউনিভার্সিটিসহ সংশ্লিষ্ট সকলকে ধন‍্যবাদ এবং প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সাধুবাদ জানান।

অনুষ্ঠানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম সরওয়ারউদ্দিন চৌধুরী বলেন, ‘এ প্রতিযোগিতার মাধ‍্যমে শিক্ষার্থীদের গণিতে দক্ষতা প্রদর্শনের ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এবং শিক্ষার্থীদের গণিত শিক্ষার প্রক্রিয়াকে উৎসাহি এবং উন্নত করবে। বিভিন্ন পর্যায়ে নিজেদের দক্ষতা প্রমাণের জন‍্য এধরনের প্রতিদ্বন্দ্বিতা শিক্ষার্থীদের আস্থা তৈরি করে যা তাদের ভবিষ্যৎ ক‍্যারিয়ারের জন‍্য খুবই গুরুত্বপূর্ণ।’

বিশেষ অতিথির বক্তব্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো: সাজেদুল করিম লিডিং ইউনিভার্সিটির সহ-প্রতিষ্ঠাতা মরহুম বেগম রাবেয়া খাতুন চৌধুরীকে স্মরণ করে বলেন, ‘রাগীব আলীর পাশে থেকে রাগীব-রাবেয়া মেডিক্যালসহ সকল প্রতিষ্ঠানের উন্নয়নে তিনি যে নিরলস পরিশ্রম করে গেছেন তা অতুলনীয়। স্নাতক পর্যায়ের গণিত অলিম্পিয়াড শুরুর ক্ষেত্রে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ পাইওনিয়ার হিসেবে ভূমিকা রেখেছে।’

গণিত পরিবারের একজন সদস্য হিসেবে লিভিং ইউনিভার্সিটির এ আয়োজনে তিনি আনন্দিত হয়ে বলেন, ‘গণিতের কাজ হলো বিজ্ঞান চর্চায় সবাইকে সমৃদ্ধ করা, অসম্ভবকে সম্ভব করে তুলা। তিনি গণিত সম্পর্কিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উপর আলোকপাত করেন।’

সভাপতির বক্তব্যে লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন আজকের প্রতিযোগিতায় বিজয়ীসহ অংশগ্রহণকারীদেরকে ধন‍্যবাদ জানিয়ে এসব শিক্ষার্থীরা ভবিষ্যতে অনেক বড় গণিতবিদ হবেন এবং অন‍্যদেরকে গণিত শিক্ষা দিবেন বলে আশা প্রকাশ করেন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো: আশরাফ উদ্দিন এবং বাংলাদেশ ম‍্যাথমেটিকেল সোসাইটি এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের পক্ষে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির ন‍্যাচারেল সায়েন্স বিভাগের বিভাগীয় প্রধান ড. আজাদ মো: আবুল কালাম।