রাঙ্গামাটির লংগদু উপজেলায় যাত্রীবাহী মোটরসাইকেলের ধাক্কায় এক সড়ক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরোহীরাও গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে লংগদু সদর থেকে বাইট্টাপাড়া সড়ক নির্মাণ প্রকল্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত খলিল রহমান (৪৫) উপজেলার ইসলামাবাদ এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, খলিল রহমান অন্য শ্রমিকদের সাথে রাস্তায় কাজ করছিলেন। এ সময় সুজন নামে স্থানীয় এক মোটরসাইকেলচালক মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে এসে তাকে ধাক্কা দেন। এতে খলিল রহমান সড়কে পড়ে গিয়ে মাথার পেছনে গুরুতর আঘাত পান। স্থানীয়রা আহত খলিল রহমানসহ মোটরসাইকেলচালক ও যাত্রীদের উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক খলিল রহমানকে আশঙ্কাজনক অবস্থায় খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন। পরবর্তীতে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লংগদু থানার অফিসার ইনচার্জ (ওসি, তদন্ত) সরজিৎ দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাটি বেলা ১১টার দিকে ঘটে। খলিল রহমান খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’