দোয়ারাবাজারে ২ পক্ষের সংঘর্ষে যুবক নিহত

বুধবার দুপুরে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) সংবাদদাতা

Location :

Sunamganj
কবির উদ্দিন (৪৫)
কবির উদ্দিন (৪৫) |নয়া দিগন্ত

সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে কবির উদ্দিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ বুধবার দুপুরে উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কবির উদ্দিন উপজেলার পান্ডারগাঁও ইউনিয়নের সোনাপুর গ্রামের নুর আলীর ছেলে।

সূত্রে জানা গেছে, আজ বুধবার দুপুরে সোনাপুর গ্রামের দুই পক্ষের মধ্যে জমি-জমা সক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে কবির উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই ঘটনাস্থলে মারা যান। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে রয়েছে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘আমি ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত তদন্তের পর ব্যবস্থা গ্রহণ করা হবে।