সিংগাইরে নাতনিকে উত্যক্ত করার প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা

সোহরাব হোসেন, সিংগাইর (মানিকগঞ্জ)

Location :

Manikganj
সিংগাইর থানা
সিংগাইর থানা |প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে তৃতীয় শ্রেণীতে পড়া নাতনিকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় নানা আজগর আলীকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে রায়দক্ষিণ পূর্ব পাড়া (সিনহা মেডিক্যালের পশ্চিম পাশে) কবরস্থান-সংলগ্ন নিয়ত আলীর মুদি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আজগর আলী উপজেলার জয়মন্টপ ইউনিয়নের রায়দক্ষিণ গ্রামের মরহুম আব্দুল মোন্নাফ খান ওরফে মুনা খাঁর ছেলে। তিনি মুদি দোকানদার ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, আজগরের তৃতীয় শ্রেণীতে পড়া নাতনিকে (মেয়ের ঘরের সন্তান) স্কুলে যাওয়া-আসার পথে উত্যক্ত করতেন একই গ্রামের কালু প্রামানিকের ছেলে আল আমিন। এ ঘটনায় মঙ্গলবার নানা আজগর আলী থানায় লিখিত অভিযোগ দেন। এতে এলাকায় পুলিশ আসার খবরে ক্ষিপ্ত হয়ে ওইদিন সন্ধ্যায় আল আমিন ১৫-২০ জনকে সাথে নিয়ে রামদা, চাপাতিসহ অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে আজগরের হাত, পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে আহত করেন। স্থানীয়রা আজগরকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রাকিব আল শুভ বলেন, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা বলেন, আজগর নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যায় পুলিশ হাসপাতালে গিয়ে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে সিংগাইর থানায় হস্তান্তর করা হবে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম বলেন, এ ঘটনায় আল আমিনকে প্রধান আসামি করে পাঁচ-ছয়জনের নামে যৌন নিপীড়ন ও হত্যার দায়ে দু’টি পৃথক মামলা হয়েছে। একইসাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ।