আনোয়ারায় নয়া দিগন্তের প্রতিষ্ঠাকালীন সম্পাদক আলমগীর মহিউদ্দিনের স্মরণসভা

দৈনিক নয়া দিগন্ত আনোয়ারা প্রতিনিধি মো: নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া পরিচালক সাদ্দাম হোসেন।

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় নয়া দিগন্তের প্রতিষ্ঠাকালীন সম্পাদক আলমগীর মহিউদ্দিনের স্মরণসভা
আনোয়ারায় নয়া দিগন্তের প্রতিষ্ঠাকালীন সম্পাদক আলমগীর মহিউদ্দিনের স্মরণসভা |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বরণ্য সাংবাদিক, দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাকালীন সম্পাদক সদ্য প্রয়াত আলমগীর মহিউদ্দিনের স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিথযশা এই সম্পাদকের বর্ণাঢ্য জীবন ও সাংবাদিকতা নিয়ে আলোচনা করেন বক্তারা।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে আনোয়ারা সাংবাদিক সমিতি (আসাস) কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আনোয়ারা সাংবাদিক ও নয়া দিগন্ত পাঠকবৃন্দ এই আয়োজন করে।

দৈনিক নয়া দিগন্ত আনোয়ারা প্রতিনিধি মো: নুরুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া পরিচালক সাদ্দাম হোসেন। প্রধান বক্তা ছিলেন আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক আজাদী প্রতিনিধি এম নুরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি, সময়ের আলো’র প্রতিনিধি এনামুল হক নাবিদ, সহ-সভাপতি দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি ইকবাল বাহার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আনোয়ারা সাংবাদিক সমিতি সাধারণ সম্পাদক, দিনকাল প্রতিনিধি ফরহাদুল ইসলাম, দৈনিক জনবানী ও প্রতিনিধি শেখ আব্দুল্লাহ, দৈনিক পূর্বকোণ প্রতিনিধি সুমন শাহ, ইত্তেফাক ও সুপ্রভাত প্রতিনিধি জাহিদ হৃদয়, দৈনিক সংবাদ প্রতিনিধি কাঞ্চন সুশীল, মানবজমিন ও আরটিভি প্রতিনিধি রিয়াদ হোসেন, ইনকিলাব প্রতিনিধি জাবেদুল ইসলাম, ছাত্রশিবিরের সাবেক দায়িত্বশীল মোহাম্মদ কাইয়ুমসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।