ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ১১ ঘণ্টা ৪৫ মিনিট ফেরি চলাচল বন্ধ ছিল। শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে ফেরি চলাচল বন্ধ থাকে, আজ বেলা ১১টা ৪৫ মিনিটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।
পাটুরিয়া ঘাট সূত্র জানায়, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এই সময়ের মধ্যে সমস্ত ইঞ্জিনচালিত নৌকা এবং লঞ্চ চলাচলও বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) আবদুস সালাম জানান, পদ্মা নদীর তলদেশে ঘন কুয়াশা থাকায় দৃশ্যমানতা হ্রাস পাওয়ায় শনিবার রাত ১১টা ৩০ মিনিট থেকে পাটুরিয়া- দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এসময় বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন, কুমিল্লা, ভাইগার এবং শাহ পরাণ পাটুরিয়া ঘাটে আটকা পড়ে।
অন্যদিকে ভাষা শহীদ বরকত, এনায়েতপুরী, হাসনা হেনা এবং খান জাহান আলী ফেরি দৌলতদিয়া ঘাটে আটকা পড়ে। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান পদ্মার মাঝখানে যানবাহন ও যাত্রী ভর্তি অবস্থায় আটকা পড়ে।
ডিজিএম আব্দুস সালাম জানান, আজ রোববার বেলা ১১টা ৪৫ মিনিটে ফেরি চলাচল শুরু হয়। সূত্র জানায়, সমস্ত ফেরি এখন সম্পূর্ণ স্বাভাবিকভাবে চলছে।
এদিকে, ঘন কুয়াশার কারণে গতকাল শনিবার রাত সাড়ে ১০টায় যমুনা নদীর তীরে আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। আজ রোববার বেলা সাড়ে ১১টায় পুনরায় চালু করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা ঘাটের ব্যবস্থাপক মো: আবদুল্লাহ জানান, ১৩ ঘণ্টা স্থগিতাদেশের পর ঘন কুয়াশা কমে যাওয়ায় আজ বেলা সাড়ে ১১টায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। সমস্ত ফেরি এখন স্বাভাবিক ও পূর্ণ লোড নিয়ে চলছে।
সূত্র : বাসস



