নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় নদী আক্তার ওরফে নীলা (২৫) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার ভাসুর রবিউল হাসান ওরফে আবির ( ৪০)।
রোববার (৩ আগস্ট) সকাল ৭টায় বন্দর উপজেলার কুশিয়ারা এলাকার নির্জন একটি বিলে ওই হত্যাকাণ্ড ঘটানোর দুই ঘণ্টা পর হত্যায় ব্যবহৃত রক্তমাখা চাকু নিয়ে বন্দর থানায় এসে আত্মসমর্পণ করেন তিনি।
নিহত গৃহবধূ নীলা মুন্সিগঞ্জ জেলার সদর থানার ইদ্রাকপুর এলাকার শাহজাহান দেওয়ানের মেয়ে এবং কুশিয়ারা এলাকার প্রবাসী রাসেল মিয়ার স্ত্রী।
অপরদিকে, ঘাতক ভাসুর আবির বন্দর থানার কুশিয়ারা এলাকার মৃত আবুল হোসেন মিয়ার ছেলে।
বন্দর থানা পুলিশ গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এলাকাবাসী ও বিভিন্ন তথ্যসূত্রে জানা গেছে, ঘাতক আবিরের মা বেশকিছু দিন আগে ব্যবসার জন্য একটি ব্যাংক থেকে চার লাখ টাকা উত্তোলন করে তার ছোট ছেলে রাসেল ও তার স্ত্রী নদী আক্তারের হাতে তুলে দেন। কিন্তু রাসেল ঋণ পরিশোধ না করে প্রবাসে পাড়ি জমান। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ জিম্মাদার ভাসুর আবিরকে টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করে। এ নিয়ে ছোট ভাইয়ের স্ত্রী নদী আক্তারের সাথে আবির সাথে বিরোধের সৃষ্টি হয়।
এ ঘটনার জের ধরে রোববার সকাল ৭টায় আবির তার ছোট ভাইয়ের স্ত্রী নদীকে বাসা থেকে ডেকে নিয়ে কুশিয়ারা এলাকার একটি নির্জন বিলে নিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে হত্যা করে পালিয়ে যান। পরে অস্ত্রসহ বন্দর থানায় এসে আত্মসমর্পণ করেন।
এ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’