বরিশালে ১৪ দিনব্যাপী ৬ষ্ঠ ধাপের আনসার মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করা ১৭১ জন প্রশিক্ষণার্থীর উদ্দেশে আনসার মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন, ‘দুর্যোগ ও সংকটে প্রস্তুত থাকতেই হবে।’
শনিবার (৬ ডিসেম্বর) জেলার আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণার্থীদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং জাতীয় সেবায় প্রস্তুত হওয়ার আহ্বান জানান এবং শ্রেষ্ঠ তিনজন প্রশিক্ষণার্থীর মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন।
মহাপরিচালক তার বক্তৃতায় বলেন, ‘আনসার বাহিনী চারটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত— ভিডিপি/টিডিপি, উপজেলা-থানা আনসার, অঙ্গীভূত আনসার ও ব্যাটালিয়ন আনসার। দায়িত্ব ভিন্ন হলেও দেশের সর্বস্তরের নিরাপত্তা ও স্থিতিশীলতায় প্রতিটি কাঠামোই অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তিনি এ বক্তব্যের বিস্তারে উল্লেখ করেন যে, ‘এ বহুমাত্রিক সংগঠন কাঠামো জাতীয় নিরাপত্তার পাশাপাশি সম্প্রদায়ভিত্তিক শান্তি-শৃঙ্খলা, দুর্যোগে তাৎক্ষণিক সাড়া প্রদান এবং সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বাহিনীর প্রতিটি সদস্যের নিবেদিত অংশগ্রহণই এ সামগ্রিক নিরাপত্তা কাঠামোকে শক্তিশালী করে।’
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি আরো বলেন, ‘এ মৌলিক প্রশিক্ষণ তোমাদের সেবা ও নিরাপত্তা কার্যক্রমে সক্ষম করে তুলবে। সু-শিক্ষিত ও সচেতন নাগরিক হিসেবে নিজ এলাকা, সমাজ, রাষ্ট্র এবং আর্থ-সামাজিক উন্নয়নে নিজস্ব অবদান রাখতে হবে। নিজস্ব স্বার্থের বাইরের বৃহত্তর দায়িত্ব গ্রহণই প্রকৃত আনসার সদস্যের পরিচয়।’
তিনি যোগ করেন, ‘যে দুর্যোগ, সংকট কিংবা জাতীয় যেকোনো জরুরি পরিস্থিতিতে প্রস্তুত থাকার মাধ্যমে আনসার সদস্যরা জনগণের আস্থা অর্জন করেন। পাশাপাশি আন্তর্জাতিক ভাষা দক্ষতা অর্জন ভবিষ্যতে কর্মসংস্থান ও ক্যারিয়ার উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে বলেও তিনি পরামর্শ দেন।’
মহাপরিচালক প্রশিক্ষণার্থীদের বাহিনীর অন্যান্য অ্যাডভান্সড কোর্স সম্পন্ন করার জন্য উৎসাহিত করেন এবং বলেন, ‘আনসার ও ভিডিপি একটি শৃঙ্খলাবদ্ধ, দেশপ্রেমিক ও জনগণের আস্থার বাহিনী। এ বাহিনীর সদস্যদের প্রতিটি পদক্ষেপে সততা, পেশাদারিত্ব ও দায়িত্ববোধ প্রতিফলিত হতে হবে।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের রেঞ্জ কমান্ডার (পরিচালক) মো: আব্দুস সামাদ, বরিশাল জেলা কমান্ড্যান্ট মো: নাহিদ হাসান জনি, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা ও উপজেলা প্রশিক্ষকরা।
সমাপনী আনুষ্ঠানিকতা শেষে সব প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র এবং ভালো ফলাফল অর্জনকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বিজ্ঞপ্তি।



