মৌলভীবাজারের চারটি আসনে ৩১ প্রার্থীর মনোনয়ন ফরম দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার সাত লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের আটজন রয়েছেন।

মৌলভীবাজার প্রতিনিধি

Location :

Maulvibazar
মৌলভীবাজারের চারটি আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন
মৌলভীবাজারের চারটি আসনে ৩১ জন প্রার্থী মনোনয়ন ফরম দাখিল করেছেন |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের চারটি আসনে সাতটি দল ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে ৩২টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। এরমধ্যে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৩১ জন প্রার্থী রির্টানিং অফিসারের কাছে মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মৌলভীবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলায় মোট ভোটার ১৬ লাখ ১৪ হাজার ৯৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার আট লাখ ২৪ হাজার ৪৫৪ জন, নারী ভোটার সাত লাখ ৯০ হাজার ৪৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের আটজন রয়েছেন।

মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) বড়লেখা পৌরসভা ও বড়লেখা উপজেলার ১০টি এবং জুড়ী উপজেলার ৬টি ইউনিয়ন নিয়ে গঠিত মৌলভীবাজার-১ সংসদীয় আসন। এই আসনে প্রার্থীরা হলেন— নাসির উদ্দিন আহমেদ (বিএনপি), মোহাম্মদ আমিনুল ইসলাম (বাংলাদেশ জামায়াতে ইসলামী), লোকমান আহমদ (খেলাফত মজলিস), বেলাল আহমদ (স্বতন্ত্র), আহমদ রিয়াজ (জাতীয় পার্টি) ও মো: শরিফুল ইসলাম (গণফ্রন্ট)।

কুলাউড়া পৌরসভা ও কুলাউড়া উপজেলার ১৩টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-২ (কুলাউড়া) সংসদীয় আসন গঠিত। এ আসনে প্রার্থীরা হলেন— মো: শওকতুল ইসলাম শকু (বিএনপি), মোহাম্মদ রওশন আলী (বিএনপি), মো: সায়েদ আলী (বাংলাদেশ জামায়াতে ইসলামী), এম জিমিউর রহমান চৌধুরী (স্বতন্ত্র), মো: ফজলুল খান (স্বতন্ত্র), সাদিয়া নোশিন তাসনিম চৌধুরী বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী), মো: আব্দুল মালিক (জাতীয় পার্টি), আব্দুল কুদ্দুস ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই পীর), নওয়াব আলী আব্বাছ খাঁন (স্বতন্ত্র) ও মো: সাইফুর রহমান (খেলাফত মজলিস)।

মৌলভীবাজার পৌরসভা ও সদর উপজেলার ১২টি ইউনিয়ন এবং রাজনগর উপজেলার ৮টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসন গঠিত। এ আসনে প্রার্থীরা হলেন— এম নাসের রহমান (বিএনপি), মো: আব্দুল মান্নান (বাংলাদেশ জামায়াতে ইসলামী), রেজিনা নাসের (স্বতন্ত্র), মোহাম্মদ লুৎফুর রহমান কামালী (বাংলাদেশ খেলাফত মজলিস), জহর লাল দত্ত (বাংলাদেশ কমিউনিস্ট পার্টি) ও আহমদ বিলাল (বাংলাদেশ খেলাফত মজলিস)।

শ্রীমঙ্গল পৌরসভা, কমলগঞ্জ পৌরসভা, শ্রীমঙ্গল উপজেলার ৯টি ইউনিয়ন, কমলগঞ্জ উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনটি গঠিত। এ আসনে প্রার্থী হলেন— মো: মুজিবুর রহমান চৌধুরী (বিএনপি), মো: মহসিন মিয়া (স্বতন্ত্র), শেখ নূরে আলম হামিদী (বাংলাদেশ খেলাফত মজলিস), মোহাম্মদ আব্দুল রব (বাংলাদেশ জামায়াতে ইসলামী), জালাল উদ্দিন আহমদ জিপু (বিএনপি), মোহাম্মদ জরিফ হোসেন (জাতীয় পার্টি), মো: আবুল হোসেন (বাসদ), প্রীতম দাস (এনসিপি) ও মুঈদ আশিক চিশতী (বিএনপি)।