বাগেরহাটের মোরেলগঞ্জে বনের হনুমান ঘোরাফেরা করছে লোকালয়ে।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে মোরেলগঞ্জে উপজেলা হাসপাতালের সামনে দেখা গেছে এ দৃশ্য।
হনুমানটি দেখে স্থানীয়রা কলা রুটি, মুড়ি, আপেল, ভুট্টার খই, আবার কেউ কেউ আলু খেতে দিচ্ছে। তবে আলু আর কলা-ই হনুমান পছন্দ করে খাচ্ছে।
স্থানীয়রা বলেন, হনুমানটি কিছুদিন যাবৎ এখানে ঘোরাফেরা করছে। যে যা খাবার দিচ্ছে তাই খাচ্ছে। কাউকে কোনো প্রকার ক্ষতি করছে না।



