ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় ইমাদ পরিবহনের একটি গাড়ির চাপায় সাহিদা আক্তারী (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের সুয়াদী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহিদা আক্তারী আলগী ইউনিয়নের সুয়াদী গ্রামের সৌদি আরব প্রবাসী শেখ শাহাদাত হোসেনের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে প্রাইভেট পড়তে যাওয়ার সময় রাস্তা পারাপার হতে গিয়ে গোপালগঞ্জগামী ইমাদ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পরে ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে দুই-তিনটি যানবাহন ভাঙচুর করেন। পরে পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও যৌথ বাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, ‘গাড়ির চাপায় কলেজ ছাত্রী নিহতের ঘটনায় পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’



